সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সোনাতলায় কর্মহীন মানুষের মধ্যে মেয়রের খাবার বিতরণ 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলায় কর্মহীন মানুষের মধ্যে মেয়রের খাবার বিতরণ 

চলমান কোটা আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে বিদ্যমান কারফিউতে বগুড়ার সোনাতলায় কর্মহীন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৯ জুলাই) রেলগেট এলাকা থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়কে থাকা রিকশা, ভ্যান ও সিএনজি চালকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব খাবার বিতরণ করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু।

এসময় তিনি বলেন, চলমান কারফিউতে দেশের মানুষ কর্মহীন হয়ে পড়ায় প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এর প্রেক্ষিতে আমার পৌর এলাকার কর্মহীন মানুষের নাজুক অবস্থা তাই তাদের মুখে হাসি ফোটাতে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

আমরা সামান্য হলেও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি বিত্তবানরাও এগিয়ে আসবে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মশিউর রহমান রানা, ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামসহ পৌর কর্মচারীরা।

টিএইচ